কবিতা
অসময়ে ফিরে এসো নদী হয়ে
₹১৫০
-
ISBN : 978-81-959914-2-6
-
পৃষ্ঠা সংখ্যা: ৫৮ হার্ডবোর্ড
-
প্রচ্ছদ: মিষ্টা রয়
অলংকরণ: মিষ্টা রয় -
শব্দগুলো তীরের মতো। প্রলুব্ধ করে রণক্ষেত্রে। তৃণীর থেকে উঠে আসে হাতে। বুকে ভরসা জাগায়। হাত নিশপিশ করে। অথচ অধরার দিকে তাক করে নিক্ষেপ করলেই লক্ষ্যচ্যুতি।
যতবার লক্ষচ্যুতি হয়, ততবার আবার লিখতে বসা। লিখে যাওয়া আর অপেক্ষা করা কবে শব্দগুলো মিলিয়ে গিয়ে অসীম হবে।
এই অপেক্ষাই কি কবিতা?
যতবার লক্ষচ্যুতি হয়, ততবার আবার লিখতে বসা। লিখে যাওয়া আর অপেক্ষা করা কবে শব্দগুলো মিলিয়ে গিয়ে অসীম হবে।
এই অপেক্ষাই কি কবিতা?