Pallisree, Kolkata
West Bengal, India
Powered by Neuvo

কবিতা

সন্ধ্যাকালীন রন্ধনপ্রণালী

ঈপ্সিতা হালদার

₹ ২৫০

  • ISBN : 978-81-963925-1-2

  • পৃষ্ঠা সংখ্যা: ৬৬ হার্ডবোর্ড

  • প্রচ্ছদ: সাত্ত্বিক ভট্টাচার্য
    ছবি: মৌমিতা ঘোষ

ভেবেছি সন্ধ্যায়
ও কারো পায়ের শব্দ শোনা গেছে ফের।
কিন্তু না, ততক্ষণে ময়ূর গুলি ঘরে ফিরে গেছে।
টেরাসে। শুধু পুরানের হিন্দি মেলোডিগুলি
অতৃপ্তির সেই শতেক বচন। বিষণ্ণ। যা, ঈষৎভাবে,
এই টানা লেখাগুলি। যেন আবার কাঠের
আগুনে শিসে ঘনিয়ে এসেছে সবিশেষ ক্ষুধা।
সেই টলোমলো ভাবটিও লেখা এইখানে।