Pallisree, Kolkata
West Bengal, India
Powered by Neuvo

উপন্যাস

চলচ্চিত্র / Film

জীবন ঢুলি

তানভীর মোকাম্মেল

₹ 300

  • উপন্যাস, Film/চলচ্চিত্র

মুক্তিযুদ্ধের সময় চুকনগর গণহত্যা থেকে অলৌকিকভাবে বেঁচে যায় জীবনঢুলি। ভারত সীমান্ত পর্যন্ত গিয়েও আবার নিজের পরানপুর গ্রামে ফিরে আসে জীবন। ওর গ্রামে তখন পাকিস্তান সেনাবাহিনীর রাজাকারদের দাপট। নির্বিচারে সাধারণ বাঙালিদের হত্যা করা হচ্ছে। আর সে হত্যাকাণ্ডের বিশেষ লক্ষ্য যেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই । রাজাকাররা জীবনকে বাঁচিয়ে রাখে এই শর্তে যে ওকে রাজাকারদের বাহিনীর সঙ্গে উদ্দীপনামূলক ড্রাম বাজাতে হবে। শুরু হয় ঢাকি জীবনকৃষ্ণ দাস বা ‘জীবনঢুলি’র এক অদ্ভুত দ্বৈত জীবন। যদিও শেষ পর্যন্ত জয়ী হয় স্বদেশ ও শিল্পের প্রতি জীবনঢুলির দায়বদ্ধতা।