Pallisree, Kolkata
West Bengal, India
Powered by Neuvo

স্মৃতিকথা

আমার আনন্দ কথা

দীপংকর চক্রবর্তী

₹ 300

  • স্মৃতিকথা

'আনন্দবাজার পত্রিকা'য় দীর্ঘ চার দশক সাংবাদিকতার কাজ করার সময় যেসব গুণী মানুষকে দেখেছেন, যাঁদের সান্নিধ্য পেয়েছেন, যেসব ঘটনার সাক্ষী থেকেছেন, সেসব কথা এই বইয়ের দুই মলাটে ধরা রইল। তবে শুধুমাত্র বিভিন্ন মানুষই নন, এরমধ্যে উঠে এসেছে সংবাদপত্র জগতের প্রযুক্তির বদল, চাকরির ধরন-ধারণ এমন গুচ্ছ জানা না-জানা ছবি। এ সব কথাই 'আমার আনন্দ কথা'।